তৃণমূল ঝড়ে ধুলিস্যাৎ হল বরাবরই কংগ্রেসের দুর্গ বলে পরিচিত মালদা, কাজ করল না গণি ম্যাজিক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদায় ধুলিস্যাৎ গণিগড়। কাজ করল না গণি ম্যাজিক। তৃণমূল ঝড়ে ধুলিস্যাৎ হল বরাবরই কংগ্রেসের দুর্গ বলে পরিচিত মালদা। ১২ টি বিধানসভা আসনের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল। বাকি ৪ টি দখল করল বিজেপি। জিতা সিট গুলি হারলেন কংগ্রেস বিধায়করা। আসন বাড়লো তৃণমূলের। অন্যদিকে বিজেপির দুটি আসন থেকে বেড়ে দাঁড়াল ৪টি আসন। জেলার ১২ টি আসনের মধ্যে চাচল, মালতিপুর, হরিশ্চন্দ্রপুর,সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া এবং বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র ক্ষমতা দখল করল তৃণমূল। অন্যদিকে ইংলিশ বাজার, পুরাতন মালদা,গাজোল এবং হবিবপুর বিধানসভা কেন্দ্রে ক্ষমতা দখল করেছে বিজেপি। জেলার বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সকলের নজরে ছিল ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেষ হেভিওয়েট তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রায় ২২ হাজার ভোটে হারিয়ে জয়ী হয় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

আরও পড়ুন -  Earbud: ৩ ঘণ্টা চলবে ইয়ারবাড, মাত্র ১৫ মিনিটের চার্জে!

অন্যদিকে চাচল বিধানসভা কেন্দ্রে প্রায় ৫০ হাজার ভোটে বিজেপি প্রার্থী দীপংকর রামকে হারিয়ে জয়ী হয় তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। এর আগে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস সমর্থিত নির্দল হয়ে ভোটে দাড়িয়ে জয়ী হয়েছিলেন তিনি। অন্যদিকে মানিকচক বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডলকে প্রার্থী করা হয়েছিল। গণনার প্রথম থেকেই একেন্দ্রে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল। কিন্তু শেষ কয়েক রাউন্ড এগিয়ে যায় তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। গণনা শেষে শেষ হাসি হাসেন তিনি।

আরও পড়ুন -  ‘সিপিআইএম’ এর সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি রাহুল-শ্রীলেখার ! কেন ?

অন্যদিকে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র, সুজাপুর কেন্দ্রে জয়ী হয়ে তৃণমূল প্রার্থী আব্দুল গনি, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে গতবারের বিজেপি প্রার্থী স্বাধীন সরকারকে হারিয়ে প্রায় ২৪০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী চন্দনা সরকার, মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চৌধুরীকে হারিয়ে জয়ী হয় বিজেপি প্রার্থী গোপাল সাহা,হবিবপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু, গাজোল বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ রাউন্ডে তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মনকে হারিয়ে জয়ী হয় বিজেপি প্রার্থী চিনময় সিনা, রতুয়ায় জয়ী হয় তৃণমূল প্রার্থী সমর মুখার্জি এবং মালতিপুর বিধানসভা কেন্দ্রের জয়ী হয় তৃণমূল প্রার্থী রহিম বক্সি এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাজুল হোসেন। এ বিষয়ে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জানান, এই জয় উন্নয়নের জয় মা মাটি মানুষের জয়। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির স্বপ্ন মালদা তাকে বারবারই ফিরিয়ে দিয়েছে, কিন্তু এবার দিদির স্বপ্ন পূরণ করে নটি আসন উপহার দিলেন তাঁরা।

আরও পড়ুন -  ভারতে করোনা-নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৭৭ লক্ষ ছাড়িয়েছে; প্রতি ১০ লক্ষে নমুনা পরীক্ষার হার বেড়ে ১২ হাজার ৮৫৮