বছর ৭ এর বাচ্চা মেয়েকে অসুস্থ অবস্থায় ভর্তি না নেওয়ার কারণে মৃত্যু হয়েছে, অভিযোগ তুলে অবরোধ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   রানীগঞ্জের ৫৫ টি হাসপাতাল এ বছর ৭ এর বাচ্চা মেয়েকে অসুস্থ অবস্থায় ভর্তি না নেওয়ার কারণে মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে রানীগঞ্জের পাঞ্জাবীমোড় লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো মৃতের পরিজনেরা। এদিন তারা দাবি করে যে, ৫টি হাসপাতালে ওই বাচ্চা মেয়েটিকে পেটের গোলযোগ জনিত কারণে নিয়ে যাওয়ার পরও চিকিৎসক নেই কোথাও বা বেড নেই এই বলে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Afghanistan School Bomb Attack: নিহত ১৫, স্কুলে বোমা হামলায়, আফগানিস্তানে

এরই মাঝে রাস্তার মধ্যেই ওই বাচ্চা মেয়েটি মারা যায়। এই অভিযোগ তুলে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।