টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পশ্চিম বর্ধমানে নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন। ইভিএম রাখার পালা। তবে নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম। বেশ কটি জেলায় নির্বাচন সম্পন্ন হবার সাথে সাথে গত সোমবার ছিলো পশ্চিম বর্ধমানে নির্বাচন। একটু আধটু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও ভোট হয়েছে শান্তিপূর্ণ। অনেকেরই মতামত কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আবার কেও বলে, কেন্দ্রীয় বাহিনী বলপূর্বক ভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করছে।
ইতিমধ্যেই গত সোমবার নির্বাচন কেন্দ্রে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী মলয় ঘটককে বলপূর্বক ভাবে ভোট কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। জানা যায়, তিনি নাকি বলার জন্যে ঢুকে ছিলো কি কত শতাংশ ভোট হয়েছে।সেই না শুনেই কেন্দ্রীয় বাহিনী ধাক্কা দিয়ে বের করে দেয় ওই ভোট কেন্দ্র থেকে। সেখানে আসানসোলের একটি জনপ্রিয় মন্ত্রী তথা তৃণমূলের প্রার্থীকে এই রকম করতে পারে তাহলে সাধারণ মানুষকে কি করবে এই কেন্দ্র বাহিনী। সোমবার ভোট সম্পন্ন হবার পর মঙ্গলবার
নিরাপত্তার বলয়ে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে স্ট্রং রুম।