সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ করোনা আবহে রক্ত সংকটের মুখে রোজা ভেঙে রক্ত দিয়ে এক থ্যালাসেমিয়া রোগীর প্রাণ বাঁচালেন টিপু সুলতান।
সোমবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রোজা ভেঙে রক্তদান করেন ওই ব্যক্তি।
জানা গেছে, কালিয়াচকের বৈষ্টমনগরের বাসিন্দা জাকির হোসেনের তিন বছরের ছেলে ইসান সেখ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বর্তমানে ওই শিশু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল AB+ রক্তের। সোশ্যাল মিডিয়ায় এই আবেদন দেখেই রক্তদানে ইচ্ছা প্রকাশ করেন কালিয়াচকের আলিনগরের বাসিন্দা টিপু সুলতান। এরপরই সোমবার দুপুরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে এসে রক্ত দিয়ে ওই শিশুর প্রাণ বাঁচান তিনি। তারে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই শিশুর বাবা।