বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র, করোনায় আক্রান্ত হয়ে ভোট দিতে পারবে না, নিজেই জানালেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র, করোনায় আক্রান্ত হয়ে ভোট দিতে পারবে না, নিজেই জানালেন
সোমবার সপ্তম দফা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু নির্বাচন চললেও রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। নির্বাচনকালে বিভিন্ন প্রার্থীরও করোনা হচ্ছে। এবার আরও এক বিজেপি প্রার্থীর করোনা হওয়ার খবর জানা গেছে। বিজেপি তারকা প্রার্থী তথা টলিউড অভিনেত্রী পার্নো মিত্র এবার করোনার কবলে পড়েছেন। তিনি বিজেপির পক্ষ থেকে বরাহনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আজ সকালে তিনি নিজেই তার টুইটারে এই খবর জানিয়ে দেন। সেই সাথে তিনি জানিয়েছেন তার বোনও করোনা আক্রান্ত।

পার্নো মিত্র টুইট করে বলেছেন, “আমি অসুস্থ। তবে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছি। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, এবার আমার ভোট দেওয়া হবে না। কিন্তু যেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ শুরু করেছি তা শেষ হওয়ার নয়। এক উদ্যমে সবাই আবার একই লক্ষ্যের দিকে কাজ করে পৌঁছে যাব।” আসলে পার্নো মিত্র বালিগঞ্জের ভোটার। সপ্তম দফা নির্বাচনে আজ ভোট হচ্ছে বালিগঞ্জে। তিনি করোনা আক্রান্ত হওয়ায় আজ ভোট দিতে পারবেন না। সেইসাথে তারকা প্রার্থী সকলকে অনুরোধ করেছেন যে যারা বিগত ৭ দিনে তার সংস্পর্শে এসেছিল তারা যাতে করোনা পরীক্ষা করিয়ে নেয় এবং কিছুদিন হোম আইসোলেশনে থাকে। করোনার করাল ছায়া রাজনৈতিক মহলে ছড়িয়ে গেছে।

আরও পড়ুন -  এই প্রথম ভারতীয় রেলের বিশেষ পণ্যবাহী ট্রেন বাংলাদেশে