সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর করণ ও সারেঙ্গা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা সচেতনতায় সারেঙ্গা ব্লক এলাকার বিভিন্ন গ্রামে মাস্ক বিলি ও তার ব্যবহার, অযথা বাড়ির বাইরে না বেরোনোর প্রচার চালানো হচ্ছে প্রতিদিন। এ ব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন আমরা করোননা সচেতনতায় প্রতিদিন নিয়ম করে বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে আসছি, তাছাড়া কুসুমঠিকরি উচ্চ বিদ্যালয়ে আমাদের সেফহোম করা হয়েছে।
যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি আছে সারেঙ্গা ব্লক প্রশাসন। অন্যদিকে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বারবার আবেদন জানানো হচ্ছে তারা যেন মাস্ক ছাড়া বাইরে না বের হন এবং একসঙ্গে অনেকে জটলা না করেন। করোনা মোকাবিলায় প্রথম ধাপে যেভাবে পুলিশ প্রশাসন মানুষের পাশে দাঁড়িয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না আমাদের পুলিশকর্মীরা সদা সর্বদা জাগ্রত।