নির্বাচন কমিশনের এস এস টি টিম, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে এই ন্যাকা চেকিং

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাত পোহালেই ২৬ তারিখ অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার নির্বাচন, আর তাই আসানসোলের কুলটি থানার অন্তর্গত পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি চেকপোস্ট পুলিশের কড়া নিরাপত্তা দেখা গেলো।

আরও পড়ুন -  Padma Award: পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি

এদিন ঝাড়খন্ড থেকে এরাজ্যে ঢোকার সময় সমস্ত চারচাকা গাড়ি থামিয়ে চলছে তল্লাশি।

সাথে জিজ্ঞাসাবাদ। বলতে গেলে সীমান্তবর্তী ডুবুদ্ধি বর্ডার এ কড়া নিরাপত্তা নির্বাচন কমিশনের এস এস টি টিম ও রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে এই ন্যাকা চেকিং বলে জানা যায়।

আরও পড়ুন -  ভোটের আগে রাজ্য পুলিশের কড়া নজরদারি বাংলা - ঝাড়খণ্ড সীমান্তে

নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে বর্ডার এলাকাতে কড়া নিরাপত্তা।