খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি দেখে মনখারাপ শোয়েব আখতারের। এমন কঠিন সময়ে নিজের দেশের প্রধানমন্ত্রীকে পড়শির পাশে দাঁড়ানোর আরজি জানালেন তিনি। একইসঙ্গে ইনস্টাগ্রামে ভারতে জ্বলতে থাকা গণচিতার চিত্র তুলে ধরে শোকপ্রকাশ করলেন প্রাক্তন পাক তারকা।
India is really struggling with Covid-19. Global support needed. Health care system is crashing. Its a Pandemic, we are all in it together. Must become each other’s support.
Full video: https://t.co/XmNp5oTBQ2#IndiaNeedsOxygen #COVID19 pic.twitter.com/vX1FCSlQjs— Shoaib Akhtar (@shoaib100mph) April 23, 2021
গত ২৩ এপ্রিল শিরোনামে উঠে আসে শোয়েবের (Shoaib Akhtar) ভিডিও বার্তাটি। যেখানে ভারতের ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শোয়েব। বলেন, “ভারতে প্রতিদিন লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন। মুম্বইয়ের অবস্থা অত্যন্ত করুণ। কত মানুষ মারা যাচ্ছেন। এমন ভয়ংকর পরিস্থিতি সামাল দেওয়া যে কোনও দেশের প্রশাসনের পক্ষেই অত্যন্ত কঠিন। অসম্ভবই বলা চলে। তাই আমি প্রত্যেকের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর (ইমরান খান), আমার দেশের মানুষের কাছে আবেদন করছি, এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ান। ভারতের অক্সিজেনের প্রয়োজন। সাহায্যের হাত বাড়িয়ে দিন।”