মালদহ বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি কাণ্ডে গ্রেপ্তার করা হল ছয় দুষ্কৃতীকে

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদহ বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি কাণ্ডে গ্রেপ্তার করা হল ছয় দুষ্কৃতীকে। আগাম পরিকল্পনা করেই খুনের ছক করা হয়েছিলো বিজেপি প্রার্থীকে? প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতদের বেশিরভাগই মালদা বিধানসভা এলাকার যুবক। ধৃতদের মধ্যে রয়েছে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের এক আত্মীয়।

আরও পড়ুন -  Basirhat: বসিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে গুলি, রিভলবার ও তরল মাদকসহ পাঁচ জন দুষ্কৃতী গ্রেফতার

ধৃতদের আজ তোলা হবে মালদহ আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন পুলিশের। খুনের ছকের পিছনে মাস্টারমাইন্ড কারা ? জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ধৃত ছয়জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের কেস এবং অনেক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান টাকার বিনিময়ে গোপাল সাহাকে খুন করার ছক কষা হয়েছিল। ধৃত যুবকদের কাছ থেকে কিছু নগদ টাকা এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনা তদন্তের স্বার্থে পুলিশ এখনো সম্পূর্ণভাবে মুখ খুলতে নারাজ। তবে পুলিশি জেরায় ধৃতরা গোপাল সাহা কে গুলি করার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন -  Indian Currency: ভারতীয় টাকার জাল নোট, আসলনোট এবং বাংলাদেশি টাকাসহ এক প্রৌঢ়কে গ্রেফতার