কি ভাবে জানবেন লাজুক পুরুষ ? ‘বুক ফাটে তবুও মুখ ফোটে না’

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   যে নারীকে আপনি পছন্দ করেন, মনে মনে অনেক পরিকল্পনা সাজিয়ে বসে আছেন সেই নারী আপনার কোনো আচরণ থেকেই সেটা টের পায় না।

অন্তর্মূখী এই মানুষগুলো মনে মনে কাউকে প্রচণ্ড পছন্দ করলেও মুখে তো বলবেই না, ইঙ্গিতও দিতে লজ্জা পায়। কেউ কেউ আবার এমন ভাব করেন ওই পছন্দের মানুষটির প্রতি তার কোনো আগ্রহই নেই।

মানুষগুলোর মাঝেও কিছু লক্ষণ দেখা দেয়, চোখে পড়ে যায় কিছু ইঙ্গিত।

সম্পর্ক বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন জানানো হয়েছে এমন কিছু লক্ষণ।

পছন্দের মানুষের দিকে তাকানো অবস্থায় ধরা পড়ে যাওয়া লাজুক পুরুষ। লুকিয়ে লুকিয়ে পছন্দের মানুষটির দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে থাকাতেই তারা রোমাঞ্চ অনুভব করেন।

আরও পড়ুন -  Lata Mangeshkar: লতা মঙ্গেশকরকে মায়ের চোখে দেখতেন তিনি

তবে সে তখনই সেই নজর দেবে যখন তার পছন্দের মানুষটি অন্যমনষ্ক। কারণ তারা লাজুক। চোখাচোখি হওয়ায় এই পর্যায়ে তারা ভয় পায়, পাছে সে যদি মনের কথা টের পেয়ে যায়।

সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করা একজন পুরুষ কোনো একজন নারীর সামনে যদি চুপচাপ হয়ে যায়, ভুলভাল কোনো কাজ করে বসে তবে ওই মানুষটার প্রতি বিশেষ নজর দিন।

কারণ তার ওপর ওই নারীর প্রভাবেই হয়ত এমনটা হচ্ছে। পছন্দের মানুষটা আশপাশে থাকলে লাজুক পুরুষগুলো মানসিক চাপে পড়ে যায়। তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে গিয়ে ওই মানসিক চাপের কারণে লেজে গোবরে করে ফেলে।

আরও পড়ুন -  Eiffel Tower: আইফেল টাওয়ার অন্ধকারে, ফ্রান্স বিদ্যুৎ বাঁচাচ্ছে

লাজুক মানুষগুলো নিজের মনে কথা মুখে প্রকাশ করতে না পারলেও তা কাজে প্রমাণ করে দিতে চেষ্টার অন্ত রাখে না।

কোনো নারী যদি একজন পুরুষের সামনে নিজেকে সবসময় বিশেষ একজন মানুষ হিসেবে অনুভব করেন তবে সেটার কারণ ওই লাজুক পুরুষটাই।

মুখে কিছু না বললেও পছন্দের মানুষের ছোটখাট পছন্দ অপছন্দের বিষয়গুলো একজন লাজুক পুরুষ ভালোভাবেই মনে রাখে। সুসময়ে যেমন তাদের সঙ্গে গল্পে মশগুল হওয়া যায়, একইভাবে দুঃসময়ে মনের আক্ষেপগুলোও তারা মনযোগ দিয়ে শুনবে।

আরও পড়ুন -  Weather Forecast: ভালোবাসার দিনে ভিজবে দক্ষিণবঙ্গ!

যে নারীর প্রতি আগ্রহ থাকবে তার চোখের রংটা পর্যন্ত নিখুঁতভাবে বলে দিতে পারবে।
লাজুক পুরুষের মনের আশা পূরণে সাহায্যের হাত বাড়াতে পারে তার বন্ধুরা। তারা ‘পছন্দ করার’ এই বিষয়টা নিয়ে বেশ কৌতুক করবে, মৃদু ইঙ্গিত দিতে পারে বিষয়টা সম্পর্কে। আবার হাসির ছলে তার সম্পর্কে মনোভাব জানার চেষ্টা করতে পারে। একজন লাজুক পুরুষ যদি তার বন্ধুকে ভালোলাগার মানুষ সম্পর্কে বলে থাকে।

লাজুক পুরুষ পছন্দের মানুষটির জন্য অনেক কিছু করবে, বিনিময়ে কিছু না পেলেও।
বরং আড়াল থেকেই পছন্দের মানুষকে যতটুকু সাহায্য করা যায় করে যাবে।