খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ
কোভিড মহামারী সংক্রমণ প্রতিরোধে এবং মারণ ওই ভাইরাসের ব্যাপারে যাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মেট্রো রেল কর্তৃপক্ষ পরিষেবা শুরুর দিন থেকেই নো মাস্ক, নো মেট্রো অর্থাৎ মাস্কের ব্যবহার ছাড়া মেট্রোয় যাতায়াত নয় অভিযান গ্রহণ করেছে।
কোভিড আদর্শ আচরণ সম্পর্কে মেট্রো যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে সমস্ত স্টেশনে ব্যানার ও পোস্টার প্রদর্শনের পাশাপাশি গণজ্ঞাপন ব্যবস্থায় নিয়মিত কোভোড আচরণ সম্পর্কে ঘোষণা করা হচ্ছে। রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকেও নিয়মিত ভাবে সমস্ত স্টেশনে অভিযান চালানো হচ্ছে। এমনকি প্ল্যাটফর্মে বসানো টিভিগুলিতেও কোভিড সচেতনতা মূলক ভিডিও প্রদর্শিত হচ্ছে। এই অভিযানে মেট্রো পরিষেবা ব্যবহারকারীদের স্টেশন চত্ত্বরে এবং ট্রেনে যাতায়াতের সময় মাস্ক ব্যবহারে অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই মেট্রো স্টেশনগুলিতে স্যানিটাইজার সরবরাহকারী যন্ত্র বসানো হয়েছে। যাত্রীরা এই স্যানিটাইজার ট্রেনে ওঠার পূর্বে ব্যবহার করতে পারেন। মারণ এই ভাইরাস সম্পর্কে কর্তব্যরত মেট্রো কর্মীরা নিয়মিত ভাবে সংক্রমণ ঠেকাতে যাত্রীদের সহযোগিতার অনুরোধ জানাচ্ছেন। সূত্র – পিআইবি।