সোনু নিগম কুম্ভ মেলা নিয়ে কথা বলাতে, নেটিজেনদের কটাক্ষের শিকার

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ১২ বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়। এক্ষেত্রে এই মেলা হওয়ার কথা ছিল ২০২২ সালে। কিন্তু হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করার পরেই মেলার আয়োজন হয়। এবং চলতি বছরের মহাকুম্ভে থাকছে মোট ৬টি প্রধান পুণ্যস্নান। প্রথম স্নান হয় ১৪ জানুয়ারি, এরপর ষষ্ঠ পুণ্যস্নানের আয়োজন করতে হবে ২১ এপ্রিল। তিথি অনুযায়ী এদিন রাম নবমী। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ প্রবেশ করে ফেলেছে গোটা দেশে। প্রতিদিন কয়েক লক্ষ্য লোক ঘায়েল হচ্ছেন। ইতিমধ্যেই মেলায় উপস্থিত ৩০ জন সাধু কোভিড পজিটিভ। কুম্ভ মেলা নিয়ে মন্তব্য করেন গায়ক সোনু নিগম। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আর সবকিছু জানি না, শুধু একজন হিন্দু হিসেবে এটুকু বলতে পারি, এবছর কুম্ভ মেলা হওয়ার প্রয়োজন ছিল না।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

ভগবানকে অশেষ ধন্যবাদ সুবুদ্ধি এসেছে মানুষের মধ্যে আর এটিকে প্রতীকী করা হয়েছে! আমি জানি এটা অনেক মানুষেরই বিশ্বাস। কিন্তু এখন গোটা বিশ্বের যা অবস্থা, সেখানে মানুষের বেঁচে থাকাটা সবার আগে গুরুত্বপূর্ণ।’ সোনু বলেন যে তার ছেলে ভারতে থেকে সংগীতশিল্পী হোক তা তিনি চান না। এবং এমন মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন সোনু নিগম।

আরও পড়ুন -  আরও এক তারকাকে হারালো বলিউড, সতীশ কৌশিকের পর, প্রয়াত প্রবীণ অভিনেতা

যার ফলে নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। তাদের কথায়, ‘ভারতে থেকে, ভারতে খেয়ে, শেষে কি না ভারতীয় গায়কের মুখেই এমন মন্তব্য?’ অবশ্য এর পরবর্তী নিজের সপক্ষে ভিডিও শেয়ার করে সোনু জানান, ‘নেপোটিজম ইস্যুতে এটা বলা হয়েছিল যে অভিনেতার ছেলে অভিনেতা হবে। গায়কের ছেলে গায়ক হবে। তখন বলেছি যে, আমি আমার ছেলেকে এই পেশার দিকে ঠেলে দিতে চাই না!’

আরও পড়ুন -  IPL 2023: মাহি ভক্তরা মোহিতকে ‘গালিগালাজ’ দিলেন, ১ রানে আউট করতেই, সোশ্যাল মিডিয়া গরম