সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
সারা বিশ্বের সাথে আমাদের দেশেও করোনা মুক্ত হোক, স্বাভাবিক ছন্দ ফিরে আসুক সারা বিশ্ব। এই প্রার্থনা জানিয়ে, আজ থেকে তিন দিনের নাম সংকীর্তন শুরু হলো জঙ্গলমহল এলাকার সারেঙ্গা ব্লকের গোপালপুর গ্রামে। গ্রাম্য ষোল আনার কর্মকর্তা কমল ঘোষ ওরফে মহারাজ বলেন, আজ আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। আসলে আমরা আমাদের পুরাতন সংস্কৃতিকে ভুলে যেতে বসেছি। বর্তমান প্রজন্ম নানা রঙে মেতেছে, তাদের মধ্যে ধর্ম আলোচনা বা ঠাকুর দেবতার প্রতি ভক্তি রসের অভাব। তারা গুরুভক্তি ভুলে যেতে বসেছে। অবিলম্বে আমাদের পুরাতন আধ্যাত্মিক চেতনা জ্ঞান দিতে হবে এই যুবসমাজকে। গ্রামবাসী বাদল গরাই, কৃষ্ণ ঘোষ এবং ফটিক ঘোষরা বলেন, গতবছর করোনার কারণে আমরা আমাদের গ্রামে নাম সংকীর্তন উৎসব করতে পারিনি। এবারে নিয়ম কিছুটা শিথিল হওয়ায় আমরা নাম সংকীর্তন উৎসবে মেতেছি। ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি, অবিলম্বে বিশ্ব করোনা মুক্ত হোক। সবাই সুস্থ থাকুন।
স্বাভাবিক ছন্দে ফিরে আসুক সারা বিশ্ব, সেই প্রার্থনা জানিয়ে সংকীর্তন শুরু হলো জঙ্গলমহলে
Published By: Khabar India Online |
Published On: