31 C
Kolkata
Sunday, May 19, 2024

যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করা এবং টিকা নেওয়ার আবেদন জানালো দক্ষিণ-পূর্ব রেল

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   ভারত সরকারের নির্দেশ মতো কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রেল যাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানালো দক্ষিণ-পূর্ব রেল। বিশেষ সচেতনতামূলক অভিযানের অঙ্গ হিসেবে দক্ষিণ-পূর্ব রেল আবেদনের পাশাপাশি যাত্রীদের টিকা নেওয়া, সঠিকভাবে কোভিড আচরণবিধি মেনে চলা এবং জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার মতো বেশকিছু সামাজিক নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে মাস্ক পরা, নিয়মিতভাবে হাত ধোওয়া এবং যাত্রার সময় ট্রেনে থাকাকালীন স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ-ও দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলের আওতায় থাকা সমস্ত স্থানে ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে যেগুলিতে কোভিড-১৯ সম্পর্কিত নিয়ম-কানুনগুলি বিশেষ জোর দিয়ে লেখা হয়েছে। এই বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে ঘন ঘন ঘোষণাও করা হচ্ছে। কোভিড-১৯ সচেতনতা মূলক পোস্ট এবং ভিডিও দক্ষিণ-পূর্ব রেলের সোশ্যাল মিডিয়া পেজে নিয়মিতভাবে আপলোড করা হচ্ছে।

আরও পড়ুন -  রেলের ৩১শে মার্চ থেকে বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ার খবর বিভ্রান্তিকর

দক্ষিণ-পূর্ব রেলের কর্মচারী এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের পয়লা এপ্রিল থেকে কোভিড-১৯ টিকাদান শুরু করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য যাদের বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে তাদের দক্ষিণ-পূর্ব রেলের কেন্দ্রীয় হাসপাতাল গার্ডেনরিচ এবং খড়গপুর, আদ্রা, চক্রধরপুর ও রাঁচি- চারটি আঞ্চলিক হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে নিয়মিতভাবে। ভারত সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই টিকাদান পর্ব চালানো হচ্ছে। টিকাদানে এই রেলের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে যথেষ্টই সাড়া পাওয়া গিয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  প্রথম জামাইষষ্ঠী, জমিয়ে খেলেন নীলাঞ্জন, ছবি শেয়ার করলেন ইমন

Latest News

Bhojpuri: অক্ষরা সিংয়ের বাহুতে চুম্বনে ভরিয়ে দিলেন নিরহুয়া, ভিডিওটি ভাইরালের পথে ইন্টারনেট দুনিয়ায়

Bhojpuri: অক্ষরা সিংয়ের বাহুতে চুম্বনে ভরিয়ে দিলেন নিরহুয়া, ভিডিওটি ভাইরালের পথে ইন্টারনেট দুনিয়ায়। ভোজপুরী সিনেমা: এক ঝলকঃ ভোজপুরী সিনেমা হল ভারতের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img