মা কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিয়ে প্রচার করলেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ

নীল পূজার দিনে নিজের মাকে সঙ্গে নিয়ে মা কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিলেন বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। তিনি মায়ের কাছে সবার মঙ্গল কামনা করেন।

 

এদিন মা কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিতে আসেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরত্তম মিশ্র।
তাছাড়া বহু সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক – ঢোল বাজিয়ে কল্যানেশ্বরী মন্দির প্রাঙ্গণ সহ জামিরকুড়ি, নতুন পাড়া, অজি তেশ নগর ও লেফট ব্যাংকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আবেদন করেন, বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তনের সরকার গঠন করুন। তিনি সাধারণ মানুষ কে আশ্বাস দেন, বিজেপি সরকার গঠন করলে সর্ব প্রথম পাক। বাড়ি ও যুবক – যুবতীদের জন্য রোজগার ব্যাবস্থা করবে, যা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত ছিলো।

আরও পড়ুন -  নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা

 

তিনি আরো বলেন, আজকের এই পবিত্র দিনে নিজে উপোস থেকে পবিত্র স্থান মা কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিলাম এবং সঙ্গে কল্যানেশ্বরী অঞ্চল সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচার করলাম। মানুষের মধ্যে উৎসাহ দেখে মনে হচ্ছে রাজ্যে এবার পরিবর্তন হচ্ছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন -  কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে শতাব্দী রায় প্রচারে এলেন