তৃতীয়বারের জন্য মমতা বন্দোপাধ্যায়ের সরকার আসতে চলেছেঃ প্রার্থী উজ্জল চৌধুরি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিগত ১০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি কে সামনে তুলে ধরে প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জল চৌধুরি। সোমবার সকালে কয়েক হাজার দলীয় কর্মীদের সাথে নিয়ে নরহাট্টা অঞ্চলের বরকল ও বাবুপুর সহ একাধিক এলাকায় নির্বাচনী মিছিলে অংশ নেন প্রার্থী উজ্জল চৌধুরি।

আরও পড়ুন -  Children's Day: শিশু দিবস, শিক্ষাই জাতির মেরুদন্ড, উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

হুডখোলা টোটোতে চেপে প্রচার সারেন তিনি। প্রচার এর ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কন্যাশ্রী থেকে যুবশ্রী এবং সমব্যথী মানুষের উন্নয়ন করার জন্য এমন কোন প্রকল্পের কথা ঘোষণা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মত তারা ভাঁওতাবাজির কথা বলে না। তাই তৃতীয়বারের জন্য মমতা বন্দোপাধ্যায়ের সরকার আসতে চলেছে। তার পাশাপাশি মালদা বিধানসভা কেন্দ্রে জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী।

আরও পড়ুন -  Kajol-Nysa: মা ও মেয়ে রাজকীয় সাজে কাজল-নাইসা, ছবি দেখে ঘায়েল নেট দর্শকরা, PHOTOS