টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ স্কুল ফী মকুবের দাবিতে এবার মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিলেন অভিভাবকেরা ৷ তাদের দাবি লকডাউন পর্যায়ে স্কুলে পঠন পাঠন না হলেও স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণর ফীর দাবি করছে ৷ কোথাও কোথাও ফীর বৃদ্ধি ঘটিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ অথচ এই পরিস্থিতিতে প্রতিটি অভিভাবক ও পরিবার আর্থিক সংকটে রয়েছে ৷ তাই তারা অনলাইন ক্লাসের জন্যে টিউশন ফী দিতে রাজি থাকলেও বাকি ফী গুলি মকুবের দাবি জানিয়েছেন ৷ কিন্তু বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষগুলি এই বিষয়ে কোনো সাড়া দেয়নি ৷ বিষয়টির সমাধান না হওয়ায় শনিবার বেশ কিছু অভিভাবক একত্রিত হয়ে মন্ত্রী মলয় ঘটকের দফতরে বিষয়টি হস্তক্ষেপের জন্যে এক স্মারকলিপি জমা দেন ৷ যদিও এই বিষয়ে বিভিন্ন স্কুলের অভিভাবকদের সাথে কথা বলতে অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রশান্ত মণ্ডল আগামী বুধবার দিন ধার্য করেছেন ৷ মন্ত্রী মলয় ঘটক হাতে লিখিত অভিযোগ টি পেয়ে আশ্বাস দেন অভিভাবকদের এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ADM সাথে।
স্কুল ফী মকুবের দাবিতে এবার মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিলেন অভিভাবকেরা
Published By: Khabar India Online |
Published On: