স্কুল ফী মকুবের দাবিতে এবার মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিলেন অভিভাবকেরা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ স্কুল ফী মকুবের দাবিতে এবার মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিলেন অভিভাবকেরা ৷ তাদের দাবি লকডাউন পর্যায়ে স্কুলে পঠন পাঠন না হলেও স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণর ফীর দাবি করছে ৷ কোথাও কোথাও ফীর বৃদ্ধি ঘটিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ অথচ এই পরিস্থিতিতে প্রতিটি অভিভাবক ও পরিবার আর্থিক সংকটে রয়েছে ৷ তাই তারা অনলাইন ক্লাসের জন্যে টিউশন ফী দিতে রাজি থাকলেও বাকি ফী গুলি মকুবের দাবি জানিয়েছেন ৷ কিন্তু বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষগুলি এই বিষয়ে কোনো সাড়া দেয়নি ৷ বিষয়টির সমাধান না হওয়ায় শনিবার বেশ কিছু অভিভাবক একত্রিত হয়ে মন্ত্রী মলয় ঘটকের দফতরে বিষয়টি হস্তক্ষেপের জন্যে এক স্মারকলিপি জমা দেন ৷ যদিও এই বিষয়ে বিভিন্ন স্কুলের অভিভাবকদের সাথে কথা বলতে অতিরিক্ত জেলা শাসক শিক্ষা প্রশান্ত মণ্ডল আগামী বুধবার দিন ধার্য করেছেন ৷ মন্ত্রী মলয় ঘটক হাতে লিখিত অভিযোগ টি পেয়ে আশ্বাস দেন অভিভাবকদের এই বিষয় নিয়ে আলোচনা করা হবে ADM সাথে।

আরও পড়ুন -  " রুনার স্মৃতি "