সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ নির্বাচনী প্রচারের ফাঁকে সুজাপুর এলাকায় রেশম চাষী ও এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে কথা বললেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। মালদায় আমের পাশাপাশি বিখ্যাত রেশম শিল্প।
শনিবার সকালে শেরশাহী এলাকার সাধারণ মানুষ কংগ্রেসের প্রার্থীকে কাছে পেয়ে সরকারি বঞ্চনা ছাড়াও রেশম শিল্প নিয়ে বহু অভাব অভিযোগ তুলে ধরেন।আগামী ২৬ এবং ২৯ এপ্রিল সপ্তম ও অষ্টম দফায় অনুষ্ঠিত হবে মালদা জেলায় বিধানসভা নির্বাচন।তার আগে নির্বাচনী প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।শনিবার সকালে নির্বাচনী প্রচার শুরু করেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী।এদিন কালিয়াচক থানার শেরশাহী এলাকায় রেশম চাষীদের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করেন ইশা খান চৌধুরী।