ভারতীয় রেল চাহিদা অনুযায়ী ট্রেন চালানো বজায় রাখবে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ     ভারতীয় রেল চাহিদা অনুযায়ী ট্রেন পরিষেবা চালিয়ে যাবে । বর্তমানে ভারতীয় রেল প্রতিদিন গড়ে মোট ১ হাজার ৪০২টি স্পেশাল ট্রেন চালায় । শহরতলির ৫,৩৮১টি ট্রেন পরিষেবা এবং ৮৩০টি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা চালু আছে । এছাড়া ২৮টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে নামি ট্রেনগুলির বদলে । যেগুলিতে যাত্রী বেশি হয় ।

আরও পড়ুন -  অষ্টম ভারত গৌরব অনন্যা সম্মান-২০২২ প্ৰদান, প্রেস ক্লাব কলকাতা

এছাড়া অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে ২০২১-এর এপ্রিল থেকে মে-র মধ্যে ভীড় হাল্কা করতে । মধ্য রেল ৫৮টি ট্রেন (২৯ জোড়া) এবং পশ্চিম রেল ৬০টি ট্রেন (৩০ জোড়া)ট্রেন চালাচ্ছে । এই ট্রেনগুলির গন্তব্যস্থানগুলির খুব চাহিদা আছে । যেমন – গোরখপুর, পাটনা, দ্বারভাঙা, বারাণসী, গুয়াহাটী, বারাউনি, প্রয়াগরাজ, বোকারো, রাঁচি এবং লক্ষ্ণৌ ইত্যাদি ।

আরও পড়ুন -  Indian Railways: এক ক্লিকেই টিকিক বুকিং-PNR চেক, সুপার অ্যাপ আনছে রেল!

এটাও মনে রাখতে হবে যে পণ্য পরিবহনে ভারতীয় রেল ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি ১২৩২.৬৪ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে । ২০২০-২১-এ পণ্য পরিবহন বাবদ ভারতীয় রেলের আয় হয়েছে ১,১৭,৩৮৬ কোটি (আনুমানিক)টাকা । ২০১৯-২০-তে এর পরিমাণ ছিল ১,১৩,৮৯৭ কোটি টাকা । ভারতীয় রেল মালগাড়ির গতিও দ্বিগুণ করেছে । গত বছর যা ছিল ঘন্টায় ২৪ কিলোমিটার তা বেড়ে হয়েছে ঘন্টায় ৪৪ কিলোমিটার ।

আরও পড়ুন -  Howrah-Puri Vande Bharat: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, সাড়ে ৫ ঘন্টায় পুরী, টাইম টেবিল জানুন

এটা উল্লেখ করা জরুরি যে, ৪৫০টি কিষান রেল পরিষেবা চালানো হয়েছে ২০২০-র অগাস্ট থেকে । পরিবহন করা হয়েছে ১.৪৫ লক্ষ টন কৃষি পণ্য এবং পচনশীল দ্রব্য। সূত্র – পিআইবি।