অভিনেত্রী শশীকলা প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শশীকলা (Shashikala)। রবিবার মুম্বইয়ের কোলাবায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৮। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ১৯৬২ সালের ‘আরতি’ ছবিতে অভিনয়ই তাঁকে খ্যাতি এনে দেয়।

‘খুবসুরত’, ‘অনুপমা’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেলেন। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকাচ্ছন্ন বলিউড। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন অভিনেতা রনিত রায়। প্রায় শতাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি একাধিক জনপ্রিয় টিভি শো-তেও দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন -  SAMSUNG এর ৫জি স্মার্টফোনটি টেক্কা দেবে oneplus এর দামি ফোনকে, সস্তায় পেয়ে যাবেন চমৎকার ক্যামেরা যুক্ত