নমিনেশন না করেই জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বাড়ি ফিরে গেলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    নমিনেশন না করেই জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বাড়ি ফিরে গেলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। নমিনেশনের কিছু কাগজ সময় মতো না আসায় তিনি নমিনেশন করতে পারলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফিরে গেলেন তিনি। প্রথমদিনেই নমিনেশন করতে আসেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। তাঁর সাথে ছিলেন, জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর। মালদা শহরে সাবিত্রী মিত্রের সমর্থনে এক বিশাল রালি করেন মানিকচকের তৃণমূল কর্মী সমর্থকেরা।

আরও পড়ুন -  অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণের জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির ভার্চুয়াল বৈঠকে যোগদান

সাবিত্রী মিত্র দলের কয়েকজনকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন করতে আসেন। জেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ নিজের গাড়িতে অপেক্ষ করেন। তারপর তিনটে নাগাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বেরিয়ে যান। প্রশাসনিক ভবনের সামনে থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, আমার কিছু নথি এখনো আসেনি। আসতে দেরি করছে তাই নমিনেশন দেওয়া হল না। আগামি ৫ এপ্রিল তিনি নমিনেশন করবেন।

আরও পড়ুন -  ১৫ই মার্চ হাকিমপাড়া শিশু উদ্যানে, আনন্দধারার বসন্ত উৎসব - ২০২২