অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রচারপত্র (পোস্টার)র উন্মোচন করা হল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আজ দুপুর ১২ টা নাগাদ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রচারপত্র (পোস্টার)র উন্মোচন করা হল।

উপস্থিত ছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ সংযোজক পঙ্কজ সিং, জেলা সহ সংযোজক শুভ গাঙ্গুলী, স্বর্নেন্দু হালদার, জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর গৌতম মাহাতো, জেলা মহিলা ইনচার্জ রিয়া সাধু, আসানসোল নগর সম্পাদক সমীর ও হরী সিং সহ জেলা ও বিভাগ স্তরের বিশিষ্টজনেরা।

আরও পড়ুন -  Dhanteras and Dwipabali: রাত পোয়ালেই ধনতেরাস ও দ্বীপাবলি