দামোদরের জলে তলিয়ে গেল চার কিশোর, আরো চার জন হাসপাতালে ভর্তি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর। আরো চার জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত একজনের নাম অভিরাজ, ১৩ বছরের এই কিশোর দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা। মৃত বাকি তিন জনের পরিচয় পাওয়া যায়নি এখনও।

আরও পড়ুন -  চিকিৎসা পরিষেবা দেবে বিনা খরচে, হাসপাতাল তৈরি করছেন গায়িকা পলক, দুঃস্থ রোগীদের জন্য

হোলির দিন সোমবার সকালে করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল, হটাৎ বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আসা তিন জনের আরো একটি দল আসে ঐ ঘাটে স্নান করতে। ঐ তিন জনকে ডুবে যেতে দেখে বছর তেরোর অভিরাজ বাঁচাতে গেলে সেও ডুবে যায়। করঙ্গপাড়া এলাকার সাত সদস্যের একজন চিন্টু সাউ জানায়, বড়জোড়ার দিক থেকে আসা তিনজনকে ডুবতে দেখে অভিরাজ বাঁচাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন -  বিদেশে গিয়ে লুকিয়ে বাগদান সারলেন শোভন-সোহিনী!