ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করতে সম্মত হয়েছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি তথা রাষ্ট্রদূত ক্যাথেরিন টাই – এর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি হিসাবে রাষ্ট্রদূত ক্যাথেরিন টাই-কে নিয়োগ করায় শ্রী গোয়েল তাঁকে অভিনন্দন জানান। ভারত-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও মজবুত করতে তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই নেতার এই আলোচনায় উদারতা, স্বচ্ছতা ও অবাধ বাণিজ্যের নীতিগুলিকে তুলে ধরতে সমমনোভাবাপন্ন গণতান্ত্রিক দেশগুলির মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করার ওপর তাঁরা জোর দেন।

আরও পড়ুন -  United States: নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

পারস্পরিক আলাপ-আলোচনা ও বৈঠকের মাধ্যমে অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ককে আরও নিবিড় করার পাশাপাশি, অমীমাংসিত বিষয়গুলির দ্রুত নিষ্পত্তিতে তাঁরা সম্মত হয়েছেন। ভারত-মার্কিন বাণিজ্য নীতি ফোরামকে আরও জোরদার করে তোলার অঙ্গীকার করে চলতি বছরেই তাঁরা ফোরামের পরবর্তী মন্ত্রিপর্যায়ের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Urvashi Rautela: বোল্ড লুকে উর্বশী ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন