“কাটা তারের বেড়া”

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   বৃহস্পতিবার ২৫সে মার্চ, সিঁথি অনুরননের নাট্যৎসব ২০২১, মঞ্চস্ত হল সিঁথি অনুরননের নাটক “কাটা তারের বেড়া” স্থান : মিনার্ভা থিয়েটারে। নাটকটির মূল রচনা : শান্তনু মজুমদার, পরিমার্জন ও নির্দেশনা : চন্দন মুখার্জী। মঞ্চ : গদাই। আলোকপাত : মদনগোপাল সাহা। সাজসজ্জা : ইব্রাহিম। শব্দ প্রক্ষেপন : আশীষ ঘোষ।

কলাকুশলীগন : ডঃ সমনাথ সাহা, বিভাস ভট্টাচার্য, চন্দন বন্দোপাধ্যায়, পাপিয়া রায়, তুষারকান্তি বাগচী, দীপিকা ঘোষ, আশীষ চন্দ্র, দেবাঞ্জন চ্যাটার্জী, সুশান্ত চক্রবর্তী, জিতু নায়ার ও ডঃ সঙ্ঘমিত্রা সাহা।

আরও পড়ুন -  Bharat Sebashram Sangha: ভারত সেবাশ্রম সংঘ এর ছাত্র অভিনন্দন, উচ্চমাধ্যমিকে ৯৮% পেয়ে রাজ্যে নবম

নাটকের সারাংশ :-

বাংলা ভাগের এক মর্মান্ত ঘটনা নিয়ে এই নাটকের পরিবেশনা। পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় যন্ত্রণাদায়ক এক হিন্দু পরিবার এবং আদর্শবাদী মুসলমানের একাত্ম হওয়ার গল্প….এক হিন্দু শিক্ষকের কাছে আশৈশব বেড়ে ওঠা এক মুসলমান যুবক এবং তার অন্তরঙ্গ হিন্দু বন্ধু (যে ঐ শিক্ষকের পুত্র)…..মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এই বার্তাই….বাকিটা হলে দেখুন।

আরও পড়ুন -  Uttam-Suchitra: ঘুরে আসা যাক সোনালী সেই অতীতে, উত্তম-সুচিত্রার ১৭টি সিনেমা নিয়ে, ‘চরকি ক্ল্যাসিক’