‘ প্রার্থনা ‘

Published By: Khabar India Online | Published On:

‘  প্রার্থনা ‘ 

সীমা সিকদার।

হৃদমাঝারে জ্বলছে আগুন নিভাই তাকে কিসে?
দেশজুড়ে যে ভাঙার খেলা মরছি তারই বিষে।
মানুষ বুঝি নেই একজন যাদের হাতে চাবি,
দেশটাকে যে করে ছারখার খাচ্ছে জলে খাবি।
বুদ্ধিবেচির বুদ্ধি যত বেচেকিনে সব শেষ,
মোমবাতির ঐ কিরণটুকুর নেইকো বাকি লেশ।
হারিয়ে গেছে শিষ্টাচার আর ছড়িয়ে ভ্রষ্টাচার,
দেশ শুধু নয় খেলাঘরের তোদের পুতুল খেলার।
যাদের দেহে কালিমা লেপিস তারাই সুসন্তান,
লজ্জা কোথায় ঢাকবি তোরা কোথায় তোদের বাথান?
দৃষ্টি চক্ষু দেখ খুলে সব কি দিয়েছিস তোরা —
তারাই আজি পর হয়েছে জীবন দিল যারা।
সময় আছে খুলে দে তোর জ্ঞানের ত্রিনয়ন,
এক মায়েরই ফুলে ফলে হয়েছি লালন পালন।
ঘুচিয়ে দেনা হিংসা ও দ্বেষ ঘৃণা ও দলাদলি
মোদের ভারত শ্রেষ্ঠ সে হোক দিয়ে জলাঞ্জলি।

আরও পড়ুন -  একসঙ্গে বসবাস এবং একসঙ্গে কাজ করার ভারতের মহান সংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের আহ্বান উপরাষ্ট্রপতির