31 C
Kolkata
Friday, May 17, 2024

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হল

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হয়েছে। দুইটি বিভাগে অপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে বর্হিবিভাগে বসছেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে, নতুন ট্রমা কেয়ার ভবনে চালু হবে দুটি বিভাগের জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার চালু হবে। প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি পরিষেবা চালু হওয়াই উপকৃত হবেন মালদা জেলা সহ আশেপাশের জেলার মানুষ।

আরও পড়ুন -  Theft: হাসপাতাল চত্বরের স্নানাগার থেকে ফের চুরি, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল

এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। সোমবার ও মঙ্গলবার প্লাস্টিক সার্জারি এবং বুধবার ও বৃহস্পতিবার নিউরোসার্জারি চিকিৎসা করা হবে। আপাতত আউটডোর বিভাগে সপ্তাহে দুই দিন চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই ট্রমা সেন্টারে চালু হবে দুটি বিভাগেরই জরুরী পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার পরিষেবা।

আরও পড়ুন -  LIC Jeevan Utsav Scheme: বয়স্কদের জন্য চালু করল শক্তিশালী প্রকল্প LIC

এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন। কারণ এই চিকিৎসার জন্য সাধারণ মানুষকে একসময় জেলা থেকে অন্য জেলায় অথবা অন্য রাজ্যে চিকিৎসার জন্য যেতে হতো। অনেকেরই অর্থের জন্য চিকিৎসা করাতে পারতেন না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই দুটি জটিল পরিষেবা এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়ে থাকবেন সাধারণ মানুষ। শুধু মালদা জেলা নয় আশেপাশের অন্যান্য জেলার বহু মানুষ এই পরিষেবা পেয়ে থাকবেন ও উপকৃত হবেন।

আরও পড়ুন -  Subhangi Atre: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি একটি শর্তে, ‘অঙ্গুরী ভাবী’ শুভাঙ্গী

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img