দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি গতকাল। ঘটনা আসানসোল উত্তর বিধানসভার চেলিডাঙা রেজেস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়। বিজেপি কর্মী বিনোদ কুমার দুবের অভিযোগ, আমি আমার দেওয়ালে রং করছিলাম। সেখানে তৃণমূলের কয়েকজন এসে ধাঁধা দেয়।

আরও পড়ুন -  ‘প্রেরক দৌড় সম্মান’ নামে নতুন পুরস্কার প্রবর্তন; ২০২১-এর স্বচ্ছ সর্বেক্ষণের মাপকাঠির প্রকাশ করলেন শ্রী হরদীপ সিং পুরী

অপরদিকে তৃণমূল কর্মী অভিরূপ দুবে বলেন, জায়গা দাদুর নামে আছে। আমাদের অনুমতি না নিয়ে দেওয়াল লিখছিল, আমরা প্রতিবাদ জানিয়েছি।
প্রতিবাদ করতে গেলে অভিরূপকে  ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ কে মৌখিক ভাবে সমস্ত বিষয়টি জানান অভিরূপ। পুলিশ পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

আরও পড়ুন -  Indonesia Football Stadium: স্টেডিয়াম ভেঙে ফেলবে ইন্দোনেশিয়া,পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৩৩ জন