32 C
Kolkata
Saturday, May 18, 2024

বৃন্দাবনি নদী ঘাট থেকে নৌকার মাধ্যমে অবৈধ কয়লা যাচ্ছে ঝাড়খণ্ডে

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  সালানপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে অবৈধ কয়লা কারবার। সামনে বিধানসভা ভোট আর তারই প্রাক্কালে সামডি কয়লা খনি থেকে কয়লা চুরি হয়ে চলে যাচ্ছে ঝাড়খন্ড ও বিহার সহ বিভিন্ন জায়গায়। সামডি কয়লা খনি থেকে কয়লা চোরেরা কয়লাবের করে মোটর সাইকেল ও সাইকেলে করে সেই কয়লা নদী পথে নৌকার সাহায্যে নিয়ে যাচ্ছে ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী এলাকায়। যা প্রশাসনের নজরে ঘটলেও প্রশাসন নীরব।

আরও পড়ুন -  জেলার মধ্যে সবচেয়ে প্রবীণতম ভোটার টগর বালা ধর, নিজের গণতন্ত্র প্রয়োগ করলেন

সামনে বিধানসভা আর তাই পশ্চিমবঙ্গের বর্ডার সহ বিভিন্ন স্থানে পুলিশি নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে, যাতে বহিরাগত বাইরে থেকে এ রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু রূপনারায়নপুর ঝাড়খণ্ড বর্ডারে পুলিশের নিরাপত্তা বাহিনী থাকলেও কি ভাবে বৃন্দাবনি কেওটজালি ঘাটে নৌকা করে বহিরাগতদের আসা যাওয়া চলছে। নেই কোন নিরাপত্তা। তাছাড়া এই ঘাট দিয়ে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে কয়লা।

আরও পড়ুন -  আগ্নেয়াস্ত্র দেখিয়ে টোলপ্লাজা লুট করার হুমকি, অভিযোগ ট্রাক চালকের বিরুদ্ধে

Latest News

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় লাভজনক স্কিমটি

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img