অবৈধ সম্পর্কের জেরে খুন এক যুবক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
অবৈধ সম্পর্কের জেরে খুন এক যুবক। দেহ উদ্ধারের পর বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিল মৃতের দলবল বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। সোমবার সকালে এই ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার রসিলাদহ গ্ৰামে। খোয়া গেছে নগদ টাকা ও সোনা রুপোর গয়না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ইঞ্জিন সহ দমকলের কর্মীরা।

আরও পড়ুন -  Bus Accident: বাস উল্টে নিহত ৫, বিয়েবাড়ি থেকে ফেরার পথে

অভিযোগ সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হয় মালদা থানার ঘোষপাড়ার এক যুবক লক্ষন ঘোষের দেহ। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে তার স্বামীকে। বেহুলা শ্মশানে গিয়েছিল মেলা দেখতে। আজ সকালে তার দেহ উদ্ধার হয় স্থানীয় এক মহিলার বাড়ি থেকে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

আরও পড়ুন -  WB Weather Update: বৃষ্টি আর কতদিন, জাঁকিয়ে শীত কবে পরবে? জানুন আবহাওয়ার আপডেট

এদিকে এ ঘটনার পরই অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও তাদের দাবি এই ঘটনা প্রসঙ্গে তারা কিছুই জানেনা, অথচ তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন -  গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে উপরাষ্ট্রপতি সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন