প্রার্থী পছন্দ না হওয়ায় দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   এবারে প্রার্থী পছন্দ না হওয়ায় দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা। এই ঘটনা ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজারের কোতুয়ালি এলাকায়।

আরও পড়ুন -  Eggs: ওজন বাড়ে? ডিম খেলে

কংগ্রেস কর্মীদের অভিযোগ রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নাজিমা খাতুন কে। সেই প্রার্থী তাদের পছন্দ না।

তাই প্রার্থী পরিবর্তন করতে হবে এই দাবিতে সোমবার সকাল থেকেই সংসদের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রতুয়া দুই নম্বর ব্লকের কংগ্রেস কর্মীরা। মূল ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ করেন তারা। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি জেলা সভাপতির।

আরও পড়ুন -  প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সমর্থনে মহা মিছিল