শেষ রবিবারের প্রচারে জমজমাট জঙ্গলমহল

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
জঙ্গলমহলের রাইপুর বিধানসভার নির্বাচন আগামী ২৭ শে মার্চ, তাই শেষ রবিবারের প্রচারে জমজমাট জঙ্গলমহল। সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরছেন রাইপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু। সকালে একদফা রাইপুরে মিটিং সেরে চলে আসেন সারেঙ্গা ব্লকের আদিবাসী প্রধান গ্রামগুলোতে। সেখানে ভোট চাইতে বাড়ি বাড়ি হাজির হলেন প্রার্থী নিজে।

আরও পড়ুন -  সেনাবাহিনী এবার তাদের ১৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় বন্দুক এবং ১৬০ মিলিমিটার মর্টার বাতিল করে দিল

মানুষের কাছে গিয়ে তুলে ধরলেন বিগত দশ বছরের মা মাটি মানুষের সরকারের কর্মকাণ্ড। দিদি থাকলে আগামী দিনে সব ব্যবস্থা থাকবে, উন্নয়ন থাকবে, আর দিদি যতদিন ততদিন বিনা পয়সায় চাল পাবেন। খোঁজ নিলেন বয়স্ক মানুষদের, তারা বৃদ্ধ ভাতা পাচ্ছেন কিনা, খোঁজ নিলেন স্কুলপড়ুয়ার কাছে তারা সাইকেল পেয়েছে কিনা, আবার কথা বললেন, এলাকার চাষীদের সাথে তাদের সমস্যার কথা জানতে চাইলেন।

আরও পড়ুন -  ভারতীয় রেলে ধূমপান এবং দাহ্য পদার্থ বহনের বিরুদ্ধে অভিযান

সারেঙ্গা মালিবনিয়া গ্রামে সারা দুপুর চষে বেড়ালেন প্রার্থী নিজে তার সাথে ছিলেন, নেতুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা গৌতম মন্ডল সহ তৃনমূল কর্মী সমর্থকরা।