দেখি তৃণমূলের কত ক্ষমতা, রামভক্তদের পা কি করে ভাঙতে পারেঃ জিতেন্দ্র তেওয়ারি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   রবিবার পান্ডবেশ্বর বিধানসভার বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি রাম সীতার মন্দিরে পুজা দিয়ে শুরু করলেন প্রচার। এদিন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি বলেন, এই দেশে যারা বসবাস করে,এই পৃথিবীর মঙ্গলের জন্য এক না একদিন রামের শরনে তাদের আসতেই হবে বললেন জিতেন্দ্র তেওয়ারি।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: প্রথম প্রেম কেন ভেঙেছিল? সৌমিতৃষার

এছাড়াও তিনি বলেন, এখানে একজন বলেছিলেন, আমার পা ভেঙ্গে দেবেন, এখন বলছে যারা জয় শ্রীরাম বলবে তাদের পা ভেঙ্গে দেবে। দেখি তৃণমূলের কি ক্ষমতা। পাণ্ডবেশ্বরের প্রতিটি ঘর থেকে জয় শ্রীরাম বলবে, দেখি কি করে তারা রামভক্তদের পা ভাঙতে পারে।

আরও পড়ুন -  United States: ১৪ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র, আফগানদের