খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও কয়েকজন নিহত হয়েছেন। মোগক এলাকায় সেনাদের গুলিতে নিহত হন তারা। দেশটিতে ২৩৭ বিক্ষোভকারী নিহত হলো। ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে কর্তৃপক্ষ। আজ আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশটির সেনা শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। সামরিক বাহিনীর সহিংসতার বিরুদ্ধে সবাইকে এক সাথে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ দেশটির ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আইন পাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও বিক্ষোভকারীদের ওপর চালানো হামলার কড়া সমালোচনা করেছে।