অবিবাহিত ভিন্নভাবে সক্ষম ছেলেরা ২৫ বছর বয়সের পরেও ইসিএইচএস-এর সুবিধে পাবেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ এতদিন পর্যন্ত ইসিএইচএস প্রকল্পের সুবিধেভোগীদের অবিবাহিত, সম্পূর্ণ ভিন্নভাবে সক্ষম এবং আর্থিকভাবে নির্ভরশীল ছেলেরা এক্স সার্ভিস-মেন কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ইসিএইচএস)-এর সুবিধে ২৫ বছর বয়স পর্যন্ত পেতেন। সেন্ট্রাল গভর্মেন্ট হেলথ স্কিম (সিজিএইচএস)-এর নিয়ম অনুযায়ী ইসিএইচএস-এর নিয়মটি মানা হতো। কিন্তু পয়লা জানুয়ারি ২০২০-র একটি নির্দেশনামা অনুসারে সিজিএইচএস ঘোষণা করেছে যে তাদের যেসব সুবিধেভোগীর ছেলেরা ভিন্নভাবে সক্ষম, অবিবাহিত এবং আর্থিকভাবে নির্ভরশীল সেইসমস্ত ছেলেরা ২৫ বছরের পরও সেই সুবিধে পাবেন। এ বিষয়ে No 4-24/96-C&P/CGHS(P)/EHS সরকারি নির্দেশে বলা হয়েছে স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ২৫ বছরের পরেও এইসব ছেলেরা ওই প্রকল্পের সুবিধাটি পাবেন।

আরও পড়ুন -  দুটি ল্যাপটপ, ৩ টি বাইক, ৩ টি টোটো, ৩ টি গ্যাস সিলিন্ডার, মোবাইল ৪ টি ও ১৬ টি সাইকেল উদ্ধার করল পুলিশ

প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সেনাকর্মী কল্যাণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে ইসিএইচএস-এর সুবিধেভোগীদের অবিবাহিত, সম্পূর্ণ ভিন্নভাবে সক্ষম এবং আর্থিকভাবে নির্ভর পুত্র সন্তানরাও ২৫ বছর বয়সের পরেও সিজিএইচএস-এর মতই এই প্রকল্পের সুবিধে পাবেন। স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই ব্যবস্থা কার্যকর হবে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  করোনা ভ্যাকসিন উৎপাদনকারী তিনটি সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা