প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ  প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তালিকায় ঠাঁই পেলেন মুকুল রায়, রুদ্রনীল ঘোষ, পার্নোর মতো তারকা প্রার্থী।

মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু লড়বেন বীজপুর কেন্দ্রে। তৃণমূল ছেড়ে আসা জিতেন্দ্র তিওয়ারি লড়বেন সেই পাণ্ডবেশ্বরেই। তৃণমূল ছেড়ে আসা সব্যসাচী দত্ত লড়বেন বিধাননগর কেন্দ্রে। শমীক ভট্টাচার্য লড়বেন রাজারহাট গোপালপুরে।

আরও পড়ুন -  Bangladesh Navy Chief: বাংলাদেশ নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের ভারত সফর

কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়, বরাহনগরে পার্নোমিত্রা,পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি, ভবানীপুরে রুদ্রনীল ঘোষ, বীজপুরে শুভ্রাংশু রায়, রাজারহাট গোপালপুরে শমীক ভট্টাচার্য, বিধাননগরে সব্যসাচী দত্ত।

বালিতে বৈশালী ডালমিয়া, শান্তিপুরে জগন্নাথ সরকার, কৃষ্ণগঞ্জে প্রার্থী আশিসকুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, কল্যাণীতে অম্বিকা।

আরও পড়ুন -  অবসর প্রাপ্ত সেনাকর্মীদের নিরাপত্তারক্ষী পদে পুনরায় নিয়োগের দাবিতে পথে

পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়,

বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল,

চাকুলিয়ায় সচিন প্রসাদ,

হেমতাবাদে চাঁদিমা রায়,

মন্তেশ্বরে সৈকত পাঁজা,
কালিয়াগঞ্জে সৌমেন রায়,

তেহট্টে আশুতোষ পাল,

নাকাশিপাড়া শান্তনু দেব,

আরও পড়ুন -  ভারতের আরও একটি মাইলফলক অর্জন; ৮৫ দিন পর এই প্রথম সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের নীচে

কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়,

আসানসোলে অগ্নিমিত্রা পাল,

আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়,

চৌরঙ্গিতে শিখা মিত্র,

ডোমকলে রুবিয়া খাতুন,

শিলিগুড়ি শঙ্কর ঘোষ,

কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়,

মানিকতলায় কল্যাণ চৌবে,

ভাটপাড়ায় পবন সিংহ,

কালনায় বিশ্বজিৎ কুণ্ডু,

ইংরেজবাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী,

জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত।