মাস্ক ব্যবহার ছাড়া মেট্রোয় উঠতে দেওয়া হবে না

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    দেশে কোভিড-১৯ আক্রান্তের ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কিনা, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন।

মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক ব্যবহার ছাড়া স্টেশন চত্বরে কোনও যাত্রীকে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। মেট্রো সুরক্ষা বাহিনী বা রেল সুরক্ষা বাহিনী মাস্ক ব্যবহার করছেন না, এমন কোনও ব্যক্তিকে যাত্রায় অনুমতি দেবে না। কর্তৃপক্ষ আরও সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক ব্যবহার না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -  Kolkata Metro: গঙ্গার নিচ দিয়ে পাতালপথে যাতায়াত, কলকাতার নতুন মেট্রো, ক্রিসমাসের মধ্যেই চালু

মেট্রো স্টেশন চত্বরে গণজ্ঞাপন ব্যবস্থার মাধ্যমে স্টেশন এলাকা ও ট্রেনে যাত্রার সময় মাস্ক ব্যবহারের পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে। বারবার স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হচ্ছে যাত্রীদের। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Mask: মাথাব্যথা করে মাস্ক পরলেই ! কি করণীয় ?