এবার দোলে স্বল্প দৈর্ঘ্যের ছবি “গেম” হবে

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ
আগামী ২৮ শে মার্চ নির্মল ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এক থ্রিলার ধর্মী স্বল্প দৈর্ঘ্যের ছবি “গেম”। ছবিটির প্রযোজনা করেছেন আলো রানী দাস ও সুমন দাস।

পরিচালনায় নবাগত পরিচালক ডিম্পি মিশ্রা। এর আগে ডিম্পি মিশ্রা নির্মল ফিল্মসের বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।

আরও পড়ুন -  Tunisia-Denmark: ডেনমার্ক-তিউনেশিয়া গোলশূন্য ড্র, কাতার বিশ্বকাপে প্রথম

ডাব্বুর চিত্রনাট্য, রাজশেখর চ্যাটার্জীর চিত্রগ্রহণ ও অভিনন্দন মুখাজীর সম্পাদনায় “গেম” ছবিটির মুখ্য ভূমিকায় দেখা যাবে গার্গী চৌধুরীকে। এছাড়াও রয়েছেন সুমন ও শুভ চৌধুরী।

পরিচালক : ডিম্পি মিশ্রা আমাদের সাংবাদিকদের জানালেন, কাহিনীতে গল্পের নায়িকা শিল্পা শুধুমাত্র নিজের বুদ্ধির জন্য কিভাবে ১ টাকা থেকে ১ লক্ষ কোটি টাকার মালিক হয়ে ওঠেন, জানতে হলে অবশ্যই দেখতে হবে “গেম”। ডিম্পির মিশ্রার বিশ্বাস, ছবি সকলেরই ভালো লাগবে।

আরও পড়ুন -  Viral Video: ২১ বছরের যুবক, বিয়ের আসরে ৫২ বছর বয়সী এক মহিলার সাথে, এই সিদ্ধান্ত নিয়েছেন

নির্মল ফিল্মসের কর্ণধার শ্রী সুমন দাস কিন্তু “গেম” নিয়ে অনেকটাই আশাবাদী। তিনি বলেন, তার অন্যান্য ছবি গুলোর মতো “গেম” ও ইউটিউবে মিলিয়ন ভিউস ক্রস করবে।

আরও পড়ুন -  Haiti: অপহৃত দুই মিশনারি মুক্তি পেয়েছেন, হাইতিতে