সেনাবাহিনী এবার তাদের ১৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় বন্দুক এবং ১৬০ মিলিমিটার মর্টার বাতিল করে দিল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  ভারতীয় সেনাবাহিনী আজ রাজস্থানের মহাজন’ মাঠের ফায়ারিং রেঞ্জ সার্ভিস থেকে দীর্ঘদিন সেবাপ্রদানকারী দুটি অস্ত্র বাতিল করে দিয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর আর্টিলারি সিস্টেমের মধ্যে থাকা ১৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় বন্দুক এবং ১৬০ মিলিমিটার টাম্পেলা মর্টার।

আরও পড়ুন -  Bus Journey: কলকাতার যাত্রীদের জন্য সুখবর! আর অফিসে যেতে ঝুলে ঝুলে বাস ধরতে হবে না, ঘোষণা মমতার

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রায় ৬০ বছর ধরে সেনাবাহিনীতে সামিল থাকা এই অস্ত্র দুটি এবার বাতিল করে দেওয়া হল। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নতুন ধরনের অস্ত্র তৈরির পথ প্রশস্ত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  ‘দি বং গাই’ এর কিরণ, এবার চলচ্চিত্রে, সাথে দিতিপ্রিয়া !

১৩০ মিলিমিটার ক্যাটাপুল্ট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ১৯৮১ সালে ভারতীয় সেনা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অন্যদিকে, ১৬০ মিলিমিটার টাম্পেলা মর্টার গুলি ইজরায়েলী প্রতিরক্ষা বাহিনী থেকে আমদানি করা হয়েছিল। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে এগুলির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Bollywood Actresses: ২০২১ সাল মাতানো বলিউড অভিনেত্রীরা, দর্শকদের মন জয় করেছে