প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ও ২৭শে মার্চ বাংলাদেশ সফর করবেন।

এই সফরের সঙ্গে তিনটি ঐতিহাসিক প্রেক্ষাপট যুক্ত রয়েছে ౼ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী – মুজিব বর্ষ; ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বর্ণিম বর্ষ। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেষবার বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরে শ্রী মোদী ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -  লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

এই অনুষ্ঠান ছাড়াও শ্রী মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি মিঃ মহম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও, বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন -  দেখে নিন জিওর দারুন প্রিপেড প্ল্যান, ১ জিবিপিএস গতি ও ৬৬০০ জিবি ডেটা

কোভিড মহামারীর পর প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হবে প্রথম কোনও বিদেশ যাত্রা। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের সম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হয়। সূত্র – পিআইবি।