রানীগঞ্জের দুটি ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদল সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  রানীগঞ্জের দুটি ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদল সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য রানীগঞ্জের সিয়ারসোল এর মহাবীর কোলিয়ারি ওসিপি এলাকা ও শিশু বাগানের মুচিপাড়া এলাকায় বেশ কিছু দেওয়ালে দেওয়াল লিখন শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা, তারই মধ্যে প্রায় ৫ – ৬ টি দেওয়ালে লেখাকে কারা রাতের অন্ধকারে মুছে চলে যায়। এ বিষয়ে নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপির কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন -  Royal Enfield Hunter 350 নতুন রূপে লঞ্চ হবে, কত হতে চলেছে দাম?

তারা এদিন দাবি করে, তৃণমূলের দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে বিজেপিকে প্রচার থেকে বিরত রাখতে চাইছে, এই দেওয়াল লিখন মুছে কোনভাবে বিজেপিকে রোখা সম্ভব হবে না বলে জানান তারা। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা উল্টে দাবি করেছে প্রচারের আলোয় আসার জন্য বিজেপি এ ধরনের ঘটনা ঘটিয়ে প্রচার পেতে চাইছে।

আরও পড়ুন -  BJP: বিজেপি'র সুর মুকুলের মুখে