যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়ুষ মন্ত্রকের রিজিওনাল কাম ফেসিলিটেশন সেন্টার

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    আয়ুষ মন্ত্রকের ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস্‌ বোর্ড (এনএমপিবি) আঞ্চলিক স্তরে ৭টি ফেসিলিটেশন বা সুবিধা কেন্দ্র চালু করেছে। এ ধরনের একটি কেন্দ্র কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। এই কেন্দ্রটি পূর্বাঞ্চলীয় ফেসিলিটেশন সেন্টার হিসাবে কাজ করছে। দেশে এ ধরনের ৭টি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বাকি ৬টি কেন্দ্র হিমাচল প্রদেশের যোগেন্দ্রনগর, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, মধ্যপ্রদেশের জব্বলপুরে রাজ্য অরণ্য গবেষণা প্রতিষ্ঠান, কেরলে ত্রিশূরে রাজ্য অরণ্য গবেষণা প্রতিষ্ঠান, আসামের জোরহাটে রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় এবং মহারাষ্ট্রের পুণেতে সাবিত্রী ফুলে বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে।

আরও পড়ুন -  Gold Price Today: একধাক্কায় নেমে গেল সোনার দাম! কলকাতার বাজারদর কত

কেন্দ্রীয় অর্থমন্ত্রক আত্মনির্ভর ভারত প্যাকেজের আওতায় ঔষধি গুণসম্পন্ন গাছের সংরক্ষণ ও চাষে ৪ হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করে। সেই অনুসারে, আয়ুষ মন্ত্রক ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ ও বিপণনে প্রধানমন্ত্রী বৃক্ষ আয়ুষ যোজনা কর্মসূচি রূপায়ণের খসড়া তৈরী করেছে। ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ ও সংরক্ষণে মন্ত্রক কেন্দ্রীয় সহায়তাপুষ্ট জাতীয় আয়ুষ মিশন রূপায়ণ করেছে। এই মিশনের আওতায় ১৪০টি প্রজাতির ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ ও সংরক্ষণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি, অঞ্চল-ভিত্তিক বিশেষ প্রজাতির ঔষধি গুণসম্পন্ন গাছের চাষেও মন্ত্রক গুরুত্ব দিচ্ছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  আয়ুষ ওষুধপত্রের নিরাপত্তা ও গুণমান সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ের আস্থা বাড়াতে সহযোগিতা