টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায় আজ সকাল সকাল সালানপুর ব্লকের আলকুশা গ্রামে পায়ে হেটে পর্চার শুরু করলেন। এদিন আলকুশা গ্রামের কালীমন্দিরে প্রণাম করে আলকুশা গ্রামে নির্বাচনী পর্চার শুরু করেন। সাথে গ্রামের মানুষদের সাথে কথা বলেন বিধান উপাধ্যায়। প্রার্থী বিধান উপাধ্যায় বলেন, যে মানুষ আমাদের সাথে আছে, আমি সব সময় মানুষের পাশে ছিলাম।
আরও পড়ুন - ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভোট দিলেন