টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রবিবার বিকালে সিঙ্গুরের পরে আসানসোলে এসে পৌঁছাল সংযুক্ত কিষাণ মোর্চার মহা পঞ্চায়েত। রবিবার আসানসোল এইচ এলজি মোড় সংলগ্ন মাঠে বিশাল এক সভা করেন সংযুক্ত কিষাণ মোর্চার কর্তারা। সেখানে শিল্পাঞ্চলের প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এদিন কালো কৃষি বিলের বিরোধিতা করে কেন্দ্রের শাসক দলকে ভোট না দেয়ার আবেদন জানানো হয়। মঞ্চে উপস্থিত বেশির ভাগ বক্তায় বার বার আবেদন করতে থাকেন, কেন্দ্রের শাসকদল কৃষকদের জন্য যে বিল এনেছে তাতে তিনটি আইন বাতিল করতে হবে। এবং তার বিরোধিতা করে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানাতে থাকেন।
আসানসোলে এসে পৌঁছাল সংযুক্ত কিষাণ মোর্চার মহা পঞ্চায়েত
Published By: Khabar India Online |
Published On: