বিজেপি–র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    চার জন সাংসদকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নিশীথ মজুমদার, স্বপন দাশগুপ্ত। বিজেপি–র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন তৃণমূল ছেড়া আসা নেতারাও। রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও বিজেপি–র প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। ডোমজুড় কেন্দ্র থেকেই আগে লড়েছেন রাজীব। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই প্রার্থী করা হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি–র হয়ে। তৃণমূল থেকে আসা দীপক হালদার ডায়মন্ড হারবারে প্রার্থী।

আরও পড়ুন -  Pakistan Terrible Floods: নিহত বেড়ে ১৩’শ, বাস্তুচ্যুত ৫ লাখের বেশি, পাকিস্তানের ভয়াবহ বন্যায়

বাবুল প্রার্থী হচ্ছেন টালিগঞ্জে। চুঁচুড়ায় প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। নিশীথ প্রামামিক প্রার্থী হচ্ছেন দিনহাটায়। স্বপন দাশগুপ্ত তারকেশ্বরে প্রার্থী। ‌ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কেন্দ্রগুলোতে জয় সহজ নয়, বুঝে গেছে বিজেপি। তাই সাংসদদের প্রার্থী করা হয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ মানেনি, যে যোগ্য প্রার্থী তারা পায়নি। এক নেতার কথায়, তৃণমূল নির্মূল করতে সমস্ত রকম পদক্ষেপ করছে বিজেপি। শনিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দুরা। তার আগে একই কথা বলেন দিলীপও। বলেন, তৃণমূলকে বধ করতে প্রস্তুতি নিয়েছে দল।

আরও পড়ুন -  নির্বাচনী আবেদনপত্র বিলি করতে দেখা গেল ইংরেজবাজারের প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী