বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিনেমা গৃহ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, দক্ষিণ দিনাজপুরঃ  অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কল্যাণী টকিজ নামে একটি সিনেমা গৃহ। দুপুর নাগাদ সিনেমা চলাকালীন হঠাতই জেনেটার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। ঘটনায় আতঙ্ক ছড়ায় সিনেমা হল চত্বরে। কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ এর বাইরে বের করে আনা হয়। চটজলদি আগুন নেভাতে সিনেমা হল কর্মীদের পাশাপাশি দর্শকরাও হাত লাগান। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। ফলে বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় এই সিনেমা হল।

আরও পড়ুন -  Madhumita Sarcar: অভিনেত্রী মধুমিতা সরকার, বিয়ে সেরে ফেললেন চুপিসারে! দ্বিতীয়বার

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জেনারেটরের যান্ত্রিক ত্রুটির ফলে এই দুর্ঘটনা। যদিও প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছেন দমকল ও সিনেমা কর্তৃপক্ষ। কোনরকম ঝুঁকি না নিয়ে এদিন এই ঘটনার পর থেকে শো বন্ধ রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ না জানা পর্যন্ত শো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  রচনা তিওয়ারি হট ডান্স করে ফ্যানদের নিয়ন্ত্রণহীন করলেন, ভিডিও ভাইরাল