টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের বেসরকারি হোটেলে আয়োজিত শনিবার এক সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রার হাত ধরে প্রাক্তন পুরপিতা, পঞ্চায়েত সমিতির সদস্য, মানবাধিকার সংগঠন ও ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ স্তর থেকে প্রায় ৫০০ মানুষ বিজেপিতে যোগদান করে।
যেখানে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনাকে কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশন থেকে পুলিশ প্রশাসন না ক্যামেরা কোথাও তেমন কিছু ধরা পড়লো না, কি ভাবে প্রকৃত অর্থে ঘটনা ঘটলো ৷ অথচ মুখ্যমন্ত্রী আহত হলেন। এতদিন পর্যন্ত বাংলার জাদুর কথা অনেক শুনেছিলাম৷ আজ তা সত্যি দেখতে পেলাম। তবে এদিন মূল্যবৃদ্ধি নিয়ে মন্তব্য এড়িয়ে যান। পাশাপাশি লাভ জেহাদ নিয়ে বলতে গিয়ে বলেন..তারা ভালোবাসার বিরোধী নন, তবে জেহাদের অবশ্যই বিরোধী নারীদের সুরক্ষার স্বার্থে। এদিন আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা কল্যাণ দাশগুপ্ত, মানবাধিকার সংগঠনের বুম্বা মুখার্জি, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অভয় উপাধ্যায় সহ অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন।