আগামী ২৭ শে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে জঙ্গলমহলের রায়পুর ও রানিবাঁধ বিধানসভা নির্বাচন

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
আগামী ২৭ শে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে জঙ্গলমহলের রায়পুর ও রানিবাঁধ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জঙ্গলমহলের রায়পুর বিধানসভার নির্বাচনকে ও বিধানসভা এলাকার ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছেন তাদের নিয়ে প্রতিদিন রুটমার্চ হচ্ছে। সকাল বিকেল তাতে অংশ নিচ্ছেন থানা এলাকার পুলিশ ও আধিকারিক বৃন্দ। আজ সকাল থেকে নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবনি থেকে চিলতোড় গ্রাম পঞ্চায়েত এলাকার পাঞ্চুড় গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাথে ছিলেন সারেঙ্গা থানার সেকেন্ড অফিসার সুপ্রিয় ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের নির্ভয়ে নিজের ভোট দেওয়ার কথা বলেন। সারেঙ্গা থানার এসআই সুপ্রিয় ব্যানার্জি সাধারণ মানুষের সমস্যার কথা জানতে চান ও যদি কোনরকম হুমকি বা ভয় দেখানো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তৎক্ষণাৎ সারেঙ্গা থানায় যোগাযোগ করতে অনুরোধ জানান। এছাড়া তিনি তার ও থানার ফোন নাম্বার সাধারণ মানুষের কাছে বিলি করেন এবং বলেন কোনরকম অঘটন ঘটার সম্ভাবনা বা খবর পেলেই যেন তাদের জানানো হয়। পুলিশ তৎক্ষণাৎ তাদের সাহায্যে পৌঁছে যাবেন। পুলিস সদা সতর্ক ও সাধারণ মানুষের পাশে আছে।

আরও পড়ুন -  বিজেপি–র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা