কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন কয়লা পাচারের মূল চক্রি অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন কয়লা পাচারের মূল চক্রি অনুপ মাঝি বা লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং। গতমাসে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে সিআইডির একটি টিম দুর্গাপুর, আসানসোলের বেশ কিছু জায়গায় হানা দেয়। স্থানীয়দের সঙ্গে, ইসিএল আধিকারিকদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। এরপর গতকাল রাতে গ্রেপ্তার হলেন ব্যবসায়ী রণধীর সিং। আজ তাঁকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন -  চীনের কাছে মাথা নত করতে হবে, আত্মনির্ভরতার নতুন পাঠ পড়ালেন মোহন ভাগবত

গতকাল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিংকে অন্ডালের কাজোরা এলাকা থেকে গ্রেফতার করা হল। দুর্গাপুর ও আসানসোলের বেশ কিছু বেআইনি কয়লা খাদানে সিআইডির আধিকারিকেরা অভিযান চালান। তাঁরা যোগাযোগ করেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে আবার স্থানীয়দের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেন। কয়লা উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ছিল এই ব্যবসায়ী রণধীর সিং। খনি শ্রমিকদের সঙ্গে কথা বলেই এই ব্যবসায়ীর কথা জানতে পারেন গোয়েন্দারা।

আরও পড়ুন -  Kakhovka Dam: রাশিয়ার অভিযোগ, কাখোভকা বাঁধে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা