খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ কলকাতার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে আজাদি কি অমৃত মহোৎসব বিষয়ের ওপর একটি ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিজিওনাল আউটরিচ ব্যুরো এই প্রদর্শনীর আয়োজন করেছে। বিজ্ঞান সংগ্রহশালারগুলির জাতীয় পরিষদের মহা নির্দেশক শ্রী এ ডি চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক ডঃ এ এ মাও, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক শ্রীমতি জেন নামচু, রিজিওনাল আউটরিচ ব্যুরোর নির্দেশক শ্রী একেএ লাকরা উপস্থিত ছিলেন। ১২ই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে আজ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ছবি ছাড়াও মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতো নেতৃবৃন্দের ভূমিকা সম্বলিত বিভিন্ন ছবি প্রদর্শিত হয়েছে। ৫ দিন ধরে এই প্রদর্শনী চলবে। সূত্র – পিআইবি।